কেপটাউনে ম্যাচ বাঁচাতে এবার ব্যাট করতে হবে ভারতকে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও গুটিয়ে দিতে পারলেন না ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেই লিড দক্ষিণ আফ্রিকার। প্রথম দিনে ২৩ উইকেটের পতনের পর, সবার আশা ছিল এই ম্যাচে হয়তো ভারতকে আর ব্যাট করতে হবে না। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে সেই স্বপ্ন পূরণ হল না।
প্রথম দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর, ভারতও ১৫৩ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার শেষ ছয় উইকেট পরে যায় শূন্য রানে। যা দেখে অবাক হয়ে যান ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্য দিতে বসে তিনি জানান, কীসের এত তাড়া বোঝাই গেল না।
তবে নিউল্যান্ডের পিচ নিয়ে বেশ কটাক্ষ করেছেন সচিন। মাস্টারের মতে, এই পিচ টেস্ট ম্যাচের জন্য হতে পারে না। এই ভাবে টেস্ট ম্যাচ হয় না। তিনি মনে করেন কেপটাউনে একদিনে ২৩ উইকেটের পতনে কোনও বীরত্ব থাকতে পারে না। বরং এই ঘটনা টেস্ট ক্রিকেটের জন্য দুঃখজনক।