অঘটন ঘটাতে পারল না আমেরিকা। চলতি T20 বিশ্বকাপের সুপার-৮-এ ১৮ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আমেরিকা। ৪০ বলে ৭৪ রান করেন কুইন্টন ডি কক। তিনি রানে ফিরলেও অন্য ওপেনার রিজা হেনড্রিক্স ব্যর্থ। ১১ রানে ফিরে যান তিনি। ৩২ বলে ৪৬ রান করেন অধিনায়ক আইডেন মারক্রম। প্রথম বলেই ফেরেন ডেভিড মিলার। ২২ বলে ৩৬ রান হেনরি ক্লাসেন। ১৬ বলে ২০ রান করেন ট্রিস্টান স্টাবস।
আমেরিকার হয়ে ২টি উইকেট নেন সৌরভ নেত্রাভালকর। ২ উইকেট পান হরমীত সিং। জবাবে ব্যাট করতে নেমে চেষ্টা করে আমেরিকা। ওপেনার স্টিভেন টেলর ১৪ বলে ২৪ রান করে ফিরলেও ৮০ রান করে অপরাজিত ছিলেন আন্দ্রিয়েস গৌস। ২২ বলে ৩৮ রান করেন হরমীত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে আমেরিকা।