সেঞ্চুরিয়ান টেস্টে টসে জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন পেসার প্রসিধ কৃষ্ণা। মঙ্গলবার সকালে পিঠে যন্ত্রণা হওযায় প্রথম একাদশে নেই রবীন্দ্র জাদেজা। টস করতে এসে জানালেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন যশস্বী জয়সওয়াল।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে ৭টি ম্যাচেই হেরেছে। কিন্তু এবার কোমর বেঁধে মাঠে নামবে রোহিত শর্মার টিম।
ভারতের প্রথম একাদশে রয়েছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার টিমে রয়েছেন, ডিন এলগার, অ্য়াডেন মার্কাম, টনি ডে জোর্জি, থেম্বা ভাবুমা, ডেভিড বেদিংগাম, ক্যেল ভেরিয়ানে, মার্কো জানসেন, কীগান পেত্রাসেন, কোয়েটজি, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গের।