গ্রিন টপ উইকেটে স্পিনার নেওয়া যায় না, এমন নয়। রবিচন্দ্রন অশ্বিনকে WTC ফাইনালে দলে না নেওয়া নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে কটাক্ষ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ মনে করেন, অশ্বিনকে না খেলিয়ে ভুল করেছে ভারত। মনে করছেন সৌরভ।
নাথান লিযনের বলে জাদেজা ফেরার পরই ধারাভাষ্যে সৌরভের বক্তব্য, কে বলল, এই পিচে অফ স্পিনার খেলানো যায় না। বাঁ-হাতি স্পিনার খেলানো যায় না। বল যেমন টার্ন করেছে, তেমনই বাউন্স ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। এর আগে অশ্বিনকে খেলানো নিয়ে সরব হন সৌরভ। তিনি জানান, অশ্বিনের মতো একজন ম্যাচ উইনারকে না রেখে ভারত ভুল করেছে।
আরও পড়ুন: এশিয়া কাপ হোক কিংবা বিশ্বকাপ, এবার বিনামূল্যে খেলা দেখার সুযোগ দিচ্ছে হটস্টার
ভারতীয় বোলিং আক্রমণে জাদেজা একদিন থেকে চাপ বাড়ালেও, অন্য প্রান্তে কোনও স্পিনার নেই। যার সুযোগ নিয়েছে অস্ট্রেলিয়া। বড় রান তৈরি করেছেন ট্রেভিড হেড, স্টিভ স্মিথরা।