অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) ব্যাটে বড় ইনিংস। গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৮ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। উইলিয়াসনের ব্যাট থেকে আসে ৫৭ রানের ইনিংস। অন্য ওপেনার অভিষেক শর্মা করলেন ৪২ রান। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেন সানরাইজার্স।
২০ ওভারে ১৬৩ রান রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। উইলিয়ামসন ও অভিষেক শর্মার উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রশিদ খান (Rashid Khan)। ১৭ রান করে রিটায়ার্ড হার্ট হন রাহুল ত্রিপাঠী। কিন্তু খেলা ধরে নেন নিকোলাস পুরান ও আইডেন মারক্রাম। শেষ ওভারের প্রথম বলেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। ১৮ বলে ৩৪ রান করেন নিকোলাস পুরান। ৮ বলে ১২ রান আসে মারক্রামের ব্যাট থেকে।
আরও পড়ুন: পরপর চার ম্যাচে হারের পর আরসিবির মুখোমুখি চেন্নাই সুপার কিংস, জয়ই লক্ষ্য ক্যাপ্টেন জাদেজার
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। গত ম্যাচে দারুণ খেলেছিলেন শুভমান গিলকে ৭ রানে ফেরান ভুবনেশ্বর কুমার। ম্যাথিউ ওয়েড এদিনও ব্যর্থ। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ১২ রানে ফেরেন ডেভিড মিলার। টেলএন্ডার অভিনব মনোহরের ৩৫ রানে ভদ্রস্থ স্কোর তোলে গুজরাট টাইটান্স।