ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে (IPL Final 2024) নাইট ব্রিগেডের (Kolkata Knight Riders) বোলিং 'ঝড়'। মিচেল স্টার্ক, হর্ষিত রানা, আন্দ্রে রাসেলের পেস আক্রমণে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ২০ ওভারে ১১৩ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। তিন উইকেট আন্দ্রে রাসেলের (Andre Russell)। ২টি করে উইকেট স্টার্ক (Mitchell Starc) ও হর্ষিত রানার (Harshit Rana)। একটি করে উইকেট তুলে নেন বৈভব অরোরা, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।
আইপিএল ফাইনালের ইতিহাসে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিল ১২৯। ২০১৭ সালের আইপিএল ফাইনালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই রান করেও চ্যাম্পিয়ন হয় মুম্বই। রবিবার ফাইনালে সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স হায়দরাবাদ।
রবিবার ফাইনালে শুরুতেই ছন্দ বেঁধে দেন মিচেল স্টার্ক। অভিষেক শর্মাকে অবিশ্বাস্য একটি ডেলিভারিতে ফেরান তিনি। পরের ওভারেই বৈভব অরোরার ডেলিভারিতে ডাক হয়ে ফেরেন ট্রেভিস হেড। দুই ওপেনার ফিরতেই সানরাইজার্সের ড্রেসিংরুমে আশঙ্কার মেঘ দেখা দেয়। স্টার্কের ডেলিভারিতে ফিরতে হয় ছন্দে থাকা রাহুল ত্রিপাঠীকেও। আইডেন মারক্রম, হেনরি ক্লাসেন ও শাহবাজ আহমেদের মতো তিন ব্যাটসম্যান ফিরতেই ধস নামে মিডল অর্ডারেও। ১৯ বলে ২৪ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স