শনিবার আইপিএলে ব্যাটিং তাণ্ডব সানরাইজার্স হায়দরাবাদের। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান তুললেন প্যাট কামিন্সরা। ৩২ বলে ৮৯ রান ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেডের। ১২ বলে ৪৬ রান অভিষেক শর্মার। ২৯ বলে ৫৯ রান তুললেন শাহবাজ আহমেদও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে এল মোট ২২টি ছয়। দিল্লির হয়ে চার উইকেট নিলেন কুলদীপ যাদব।
এদিন টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। ঘরের মাঠে সানরাইজার্স যে এভাবে ব্যাট করবে, তা ধারণাতীত ছিল পন্থ ব্রিগেডের। এতদিন আইপিএলের পাওয়ার প্লে-তে সবথেকে বেশি রানের রেকর্ড ছিল কেকেআরের। ২০১৭ আইপিএলে ক্রিস লিন ও সুনীল নারি ৬ ওভারে ১০৫ রান তোলেন। হেড ও অভিষেক এদিন ৬ ওভারে তুললেন ১২৫ রান। ১৬ বলে হাফসেঞ্চুরি করলেন ট্রেভিস হেড। পাওয়ার প্লে-তে ৮৪ রান আসে হেডের ব্যাটে। ৪০ রান তোলেন অভিষেক শর্মা।