একেই বলে মধুর প্রতিশোধ। আগের ম্যাচে আরসিবিকে(RCB) মাত্র ৬৮ রানে বেঁধে ফেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। রবিবার বদলার ম্যাচে হায়দরাবাদকে ৬৭ রানে হারাল আরসিবি। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা(Hasaranga)।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আরসিবি(RCB) ১৯২ রানের বিরাট লক্ষ্যমাত্রা খাড়া করে। যদিও এই ম্যাচেও শূন্য রানে ফেরেন বিরাট কোহলি(Virat Kohli)। অধিনায়ক ডুপ্লেসি অনবদ্য ৭৩ রানের ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকরা(Dinesh Karthik)।
আরও পড়ুন- Virat Kohli: 'গোল্ডেন ডাক' বিরাট কোহলি, মাত্র ১ রানের জন্য হাতছাড়া আইপিএলের সর্বকালীন রেকর্ড
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় হায়দরাবাদ(SRH)। দলের মেরুদন্ডস্বরূপ দুই ওপেনার অভিষেক শর্মা(Abhishek Sharma) এবং কেন উইলিয়ামসন(Kane Williamson) শূন্যরানে আউট হতেই প্রমাদ গোনে অরেঞ্জ আর্মি। রাহুল ত্রিপাঠীর(Rahul Tripathi) একার লড়াই কাজে আসেনি। ৫৮ রানে ত্রিপাঠী আউট হতেই আরও মুখ থুবড়ে পড়ে সানরাইজার্স। মার্করাম(Aiden Markram) এবং পুরান(Nicolas Pooran) ছাড়া বাকিরা কেউই দু অঙ্কের রানও করতে পারেননি। এই হারের ফলে প্লে-অফের আশা থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করল অরেঞ্জ আর্মি(SRH)।