শনিবার T20 বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে বাংলাদেশ। T20 ক্রিকেটের পরিসংখ্যানে বাংলাদেশকে ১১বার হারিয়েছে শ্রীলঙ্কা। T20 বিশ্বকাপে কোনও দিন বাংলাদেশের বিরুদ্ধে হারেনি ম্যাথিউজরা। শনিবার সেই ধারা পাল্টাতে পারবে বাংলাদেশ! শনিবার বিশ্বকাপের আরও একটি হাইভোল্টেজ ম্যাচে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
চোট নিয়ে সমস্যা আছে, শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই শিবিরেই। কয়েক সপ্তাহ আগেই চোট পান শ্রীলঙ্কার দুই পেসার দিলশান মদুশঙ্কা ও মাথিশা পাথিরানা। মদুশঙ্কা আইপিএলে আর ফিরতেই পারেননি। এদিকে বাংলাদেশ টিমে অনিশ্চিত শরিফুল ইসলাম। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান তিনি। যার ফলে ওপেনিং সমস্যা নিয়ে ভুগতে হতে পারে তাঁদের।
শনিবার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে এই পিচের চরিত্র কিন্তু ধরা যায়নি। গত দুটি ম্যাচে এই মাঠে ১৬০ রানও বেশ কঠিন টার্গেট। ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।