সুপার টুয়েলভ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় শ্রীলঙ্কার। ১২৯ রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৫ ওভারেই ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৪৩ বলে ৬৮ রান করেন। ২৫ বলে ৩১ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। চারিথ আসালাঙ্কা করেন ২২ বলে ৩১ রান।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রিউ বালবির্নি। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ওপেনার পল স্ট্রিংস ২৫ বলে ৩৪ রান করেন। ৪২ বলে ৪৫ রান করে ভদ্রস্থ স্কোর তোলেন হ্যারি ট্রেক্টর। ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে আয়ারল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ ফর্মে ছিলেন কুশল মেন্ডিস। ওপেনিং জুটিতে তাঁরা ৬৩ রানের পার্টনারশিপ করেন। ম্যাচ শেষ করে আসেন মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও মাহিশ থিকসানা।