India Vs Sri Lanka : এশিয়া কাপে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মাঠে নামার আগে ক্লান্তির কথা বিরাটের মুখে

Updated : Sep 12, 2023 10:11
|
Editorji News Desk

গত ৪৮ ঘ্ণ্টায় খেলতে হয়েছে ৮১ ওভার। আজ, মঙ্গলবার যদি বৃষ্টি না হয়, তাহলে আরও ১০০ ওভার খেলতে হবে ভারতকে। সবমিলিয়ে মাত্র ৭২ ঘণ্টায় ১৮১ ওভারের ধকল সহ্য করতে হবে টিম ইন্ডিয়াকে। তাই এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লান্তির কথায় আগাগোড়া বললেন পাকিস্তানের ম্যাচের সেরা বিরাট কোহলি। 

পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে সুপার ফোরে শীর্ষে ভারত। আজও বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত।

আরও পড়ুন : কুলদীপের স্পিনে বিধ্বস্ত পাকিস্তান, ২২৮ রানে প্রেমাদাসায় ভারতের বিরাট জয়

তার আগে বিরাট জানালেন, পাকিস্তান ম্যাচে যতই শতরান আসুক না কেন, প্রেমাদাসায় একটা সময় ব্যাট করার সময় তাঁর মনে হচ্ছিল মঙ্গলবার আবার তিনটের সময় মাঠে নামতে হবে। ভাগ্য ভাল, তিনি টেস্ট খেলেন। এবং ১০০ বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

শ্রীলঙ্কা ম্যাচে কী কোনও পরিবর্তন হবে ? নাকি পাক ম্যাচের দলই দেখা যাবে ? স্পষ্ট করে কিছুই বলেননি রোহিত শর্মা। কারণ, সাড়ে ১৫ ঘণ্টার মধ্যে আবার একটা ম্যাচ। tপ্রায় ৯১ বছর ক্রিকেট খেলছে ভারত। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথমবার। তাই রোহিত জানালেন, মঙ্গলবার সকালে এই ব্যাপারে চিন্তা করা যাবে। 

তবে, পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেলেও মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিততে মরিয়া টিম ইন্ডিয়া। কারণ, শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না রোহিতদের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে না পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেও। তাই ইঙ্গিত যা, তাতে আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট। 

সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচের আগে সুপার ফোরে সূর্যকুমার, মহম্মদ শামিদের মাঠে নামা হচ্ছে না। এমনকী শ্রেয়স আইয়ারেরও নয়। চোট সারিয়ে দলে ফিরেই শতরান করেছেন কেএল রাহুল। উইকেটে পিছনেও পাক ম্যাচে যথেষ্ঠ সক্রিয় দেখা গিয়েছে তাঁকে।

টানা ৩২ ওভার ফিল্ডিং করে নজর কেড়েছেন ইশানও। তাই, সিংহলিজ স্পোর্টস ক্লাবের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোনও অঘটন না ঘটলে অপরিবর্তিত টিম ইন্ডিয়া। 

Asia Cup 2023

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ