১৩ বছর পর আজ, রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। গতবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল শ্রীলঙ্কা। আর ভারত শেষবার এই ট্রফি জিতেছিল ২০১৮ সালে। ফলে, এদিন কলম্বোর প্রেমাদাসায় ভারতের সামনে যে এক কঠিন ম্যাচ তা বলা যেতে পারে।
এই ম্যাচের আগে অবশ্য রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রায় ঘণ্টা খানেকের বৈঠক করেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে হাজির ছিলেন জাতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকরও।
আরও পড়ুন : রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ, ভিলেন সেই বৃষ্টিই ! কী বলছে আবহাওয়া দফতর ?
সূত্রের খবর একাধিক ইস্যুতে এই বৈঠক হয়েছে। বিশ্বকাপের পাশাপাশি আলোচনা হয়েছে রবিবাসরীয় ফাইনাল এবং অক্ষর প্যাটেলের চোট নিয়ে।
পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে বরাবর ভারতের শক্তি প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল এর আগে সাত বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত চার বার জিতেছে। শ্রীলঙ্কা তিন বার। তাই, আজ সবাই তাকিয়ে প্রেমাদাসার দিকে। টস ফ্যাক্টর হতে পারে। ফাইনালের আগে রোহিতে ইঙ্গিত, বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিততে পূর্ণ শক্তিতেই ফিরবে টিম ইন্ডিয়া।