কাজে এল না অক্সর প্যাটেল ও সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ইনিংস। ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। অধিনায়ক দাসুন শনাকার ২২ বলে ৫৬ রান ও ওপেনার কুশল মেন্ডিসের হাফসেঞ্চুরি। ২০ ওভারে ২০৬ রান তোলে শ্রীলঙ্কা। লড়াই করেও রান তাড়া করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়ার ভারত।
পুনেতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। T20 ক্রিকেটে অভিষেক করেন রাহুল ত্রিপাঠী। প্রথমে ফিল্ডিং করতে নেমে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিং। ২ ওভারে ৩৭ রান খান আর্শদীপ সিং। ৪ ওভারে ৫৩ রান খেয়েছেন শিবম মাভি। ৪৮ রান খেলেন উমরান মালিকও। উমরান যদিও ৩টি উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: অপেক্ষা বাড়ল রোনাল্ডোর অনুরাগীদের, এখনই মাঠে নামতে পারবেন না CR7
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ফেরেন ইশান কিষাণ, শুভমান গিল ও রাহুল ত্রিপাঠি। ৩৬ বলে ৫১ রান করেন সূর্যকুমার যাদব।৩১ বলে ৬৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। কিন্তু অক্ষর ফিরতেই শেষ হয়ে যায় ভারতের লড়াইয ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে টিম ইন্ডিয়া।