বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে লজ্জাজনক হার শ্রীলঙ্কার। ভারতের দেওয়া ৩৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। যদিও ওই ম্যাচ নিয়ে তদন্তের দাবি তুললেন শ্রীলঙ্কার সাংসদ বিমল উইরাওয়ানসা। তাঁর অভিযোগ, ICC ভারতের কথা মেনে চলে। এমনকি, শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মন্ডিস টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেনিয়েও প্রশ্ন তুলেছেন বিমল।
শ্রীলঙ্কার ওই সাংসদের কথায়, টসে জিতলেও শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেই কুশলকে আগে বল করতে বলেছিলেন। এমনকি ভারতের খেলোয়াড়রাও এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন।
এর পরেই তিনি অভিযোগ করেছেন, ICC-কে চালনা করে ভারত। এমনকি শ্রীলঙ্কার নির্বাচক কমিটিকেও ভারত নিয়োগ করেছে বলে দাবি তাঁর।
বিশ্বকাপে শোচনীয় অবস্থা শ্রীলঙ্কার। আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতেছে তারা। সেমিফাইনাল থেকেও ছিটকে গেছে তারা।