ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম ১৯ ডিসেম্বর। এবার নিলামের আগেই লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীর ফেরায় সবথেকে খুশি বলিউডের বাদশা শাহরুখ খান।
২০১২ সালে আইপিএলে প্রথম খেতাব জিতেছিল কেকেআর। সেবার দলকে নেতৃত্ব দেন গৌতম গম্ভীর। ২০১১-২০১৭ সাল পর্যন্ত কেকেআরের সঙ্গে ছিলেন গম্ভীর। এটাকেই বলা হয় কলকাতার সেরা সময়। এক্স প্ল্যাটফর্মে প্রশ্নোত্তর পর্বে, আইপিএল নিয়ে অনুরাগীরা শাহরুখকে প্রশ্ন করেন। কিং খান জানিয়েছেন, চ্যাম্প ঘরে ফিরেছে। এটাই বড় ব্যাপার।
লখনউ সুপার জায়ান্টসে ২ বছর মেন্টর হিসেবে ছিলেন গম্ভীর। এবার নিলামের আগে কেকেআর ঘোষণা করে, তাঁদের দলে ফিরছেন প্রাক্তন অধিনায়ক।