ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০০ বেশি রান তুলেও হার। এই মরশুমে এমন কয়েকটি ম্যাচ থেকেই ঘুরে যেতে পারত কলকাতার জয়ের সারণি। সেই সময় মালিক হিসেবে স্বয়ং পাশে দাঁড়ান শাহরুখ খান। ওটাই যেন টার্নিং পয়েন্ট। রবিবার ফাইনালে চিপকের গ্যালারিতে যখন প্রথম কিং খানকে দেখা যায়, মুখে ছিল মাস্ক। ফাইনাল জিততেই, সেই মাস্ক খুলে ফেলেন বলিউড বাদশা। ম্যাচ জয়ের পর স্ত্রী গৌরী খানকে জড়িয়ে কপালে চুমু খেতে দেখা যায় শাহরুখকে। আর মাঠে নেমে কাছে টেনে নিলেন গম্ভীরকে। তাঁর কামব্যাকেই তো সাফল্য। জড়িয়ে ধরেন গম্ভীরকে।
এবার ইডেনে প্রত্যেক ম্যাচে দলকে সমর্থন করতে ভিআইপি বক্সে দেখা যায় শাহরুখ খানকে । টিমের হার-জয়ের সাক্ষী ছিলেন। রাজস্থান ম্যাচে হারের পর ড্রেসিংরুমে গিয়ে শ্রেয়সদের পেপ টকও দিয়েছেন তিনি। ইডেনে ব্যাট হাতেও দেখা যায় কেকেআরের মালিককে। সাফল্য-ব্যর্থতা সবার জীবনেই থাকে। বাদশার সেই মন্ত্রেই যেন এবার আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা।
প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গ্যালারিতে ছিলেন শাহরুখ খান। দল ফাইনালে ওঠার পর মাঠে নেমে সেলিব্রেট করতে দেখা যায় তাঁকে। এরপরই বুধবার আসে দুঃসংবাদ। দুপুর ১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা বাদশাকে। আমেদাবাদের প্রবল গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন। রবিবার ফাইনালে আসবেন কিনা, জানা ছিল না। কিন্তু সপরিবারে চেন্নাইয়ে আসতে দেখা যায় কিং খানকে। টিমের তৃতীয়বার ট্রফি জয়ের মুহূর্তকে তারিয়ে তারিয়ে উপভোগও করলেন বাদশা।