ইডেনে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ। পয়া ইডেন গার্ডেন্স ও ইডেনের সমর্থকদের নিয়ে মুখ খুললেন টিমের মালিক শাহরুখ খান। জানালেন, ইডেন তাঁর মন্নাতের থেকেও অনেক বেশি কাছের। ইডেনের ভিআইপি বক্সে কেকেআর ম্যাচ চলাকালীন কী ভাবেন, তা শেয়ার করলেন কিং খান।
স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে শাহরুখ জানান, "প্রথম কয়েকটি ম্যাচে কোনও স্নায়ুর চাপ থাকে না। মুম্বইয়ে আমার বাড়িতে আমার একটা পছন্দের কোনা আছে। ওখানেই আমি বসি। ইডেন গার্ডেন্সে ওরকম বাঁ দিকের কোনেই আমি বসি। ওটাই সবচেয়ে ফেভারিট।" শাহরুখ জানান, ইডেন গার্ডেন্স তাঁর কাছে ঘরের থেকেও অনেক বেশি পছন্দের। পরিবারের সঙ্গে, পছন্দের কোনে বসতেই ভালবাসেন। ইডেনেও তেমন জায়গা আছে। স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে এমনই জানালেন কিং খান।
এই মরশুমে ঘরের মাঠে প্রত্যেকবার ইডেনের ভিআইপি বক্সে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে। এই মরশুমে দুরন্ত পারফরম্যান্সও করেছে কেকেআর। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছে কেকেআর।