অধিনায়ক হিসেবে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। প্রায় রোজই ধেয়ে আসছে কটাক্ষ। এই পরিস্থিতিতে হার্দিকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।
পরপর দুটি ম্যাচ হারার পর নেতিবাচক মন্তব্য থেকে হার্দিককে দূরে থাকার পরামর্শ দিলেন স্টিভ। তিনি বলেন, 'আমি চেষ্টা করি নেতিবাচক মন্তব্য থেকে দূরে থাকতে। এগুলো সবই অপ্রয়োজনীয়। হার্দিকের জীবনে আগে কখনও এহেন ঘটনা ঘটেনি। ফলে তাঁর ভেঙে পড়া স্বাভাবিক।'
আরও পড়ুন - চিন্নাস্বামীতে সৌহার্দ্য বিনিময়, কেন কাছাকাছি বিরাট-গম্ভীর, কারণ জানালেন প্রাক্তন সতীর্থ
২০১৯ সালে অডিআই বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ডিআরএস ব্যবহার করার সময় চিটিং করার অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে। সেই সময় তাঁকে 'প্রতারক'ও বলা হয়। কিন্তু সেই সময় খুব বিবেচনা করে পরিস্থিতি সামাল দেন তিনি।