চিপকে ইতিহাস তৈরি করলেন শুভমান গিল। কেন তাঁকে বারবার সুযোগ দেওয়া হয়, তা নিয়ে কম সমালোচনা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য়ের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পঞ্চম শতরান। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত থাকলেন ১১৯ রানে। তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। ভাঙলেন বিরাট কোহলির রেকর্ডও।
গত কয়েকমাস ধরে একেবারেই চেনা ছন্দে নেই শুভমান গিল। কীসের যেন একটা চাপ গ্রাস করেছে তাঁকে। দলে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটার আছেন। তবুও রোহিতের পরবর্তী যুগে তাঁকেই অধিনায়ক ভাবা হচ্ছে। এই চাপ বোধ হয় খেলাতেও পড়েছিল শুভমান গিলের। দলীপ ট্রফিতেও তাঁকে সেভাবে ফর্মে দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের বোলিং আক্রমণের বিরুদ্ধে দীর্ঘদিন পরে যেন চেনা মেজাজে ফিরলেন শুভমান। প্রথম ইনিংসে শূন্য করার পর যে সব সমালোচনা হয়েছিল, তারই জবাব দিলেন তিনি।
এদি সেঞ্চুরি করে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুভমান গিল। ২৫ বছর ১৩ দিনে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। সবথেকে কনিষ্ঠ প্লেয়ার হিসেবে এতগুলি সেঞ্চুরির মালিক হলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও রেকর্ড গড়লেন তিনি। WTC-তে ভারতীয় হিসেবে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরি এবার তাঁরই। তাঁর পাঁচটি সেঞ্চুরিই এসেছে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ৯টি সেঞ্চুরি করে শীর্ষে রোহিত শর্মা।
তবে ভারতীয়দেল মধ্যে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে পাঁচটি টেস্ট সেঞ্চুরির সংগ্রহ করার তালিকায় অনেকটাই পিছিয়ে শুভমান গিল। ১৯ বছরে এই রেকর্ড স্পর্শ করেন সচিন তেন্ডুলকর। ২২ বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি ছিল রবি শাস্ত্রীর। তালিকায় আছেন দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিন, মনসুর আলি খান পতৌদি, ঋষভ পন্থ ও সুনীল গাভাসকরও। এরপর এই তালিকায় বিরাটের রেকর্ড ভেঙে উপরে উঠলেন শুভমান।