ডাবল সেঞ্চুরি শুভমান গিলের। পরপর ৬ মেরে ডাবল সেঞ্চুরি পূরণ করলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের সেরা ইনিংস এল তাঁর ব্যাট থেকে। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন।
ওয়ানডে ক্রিকেটে বুধবার বিরাট কোহলির রেকর্ডও ভাঙলেন শুভমান। ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৯টি ইনিংসে হাজার রান ছুঁয়ে ফেলেন তিনি। ২০ ইনিংসে ১০০০ রান করেন বিরাট।
এদিন ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকেই টিমের ভরসা হয়ে ওঠেন শুভমান। ইশান কিষাণকে মিডল অর্ডারে নামিয়ে শুভমানকে ওপেনে নামান অধিনায়ক রোহিত শর্মা। সেটা যে ভুল সিদ্ধান্ত ছিল না, তা ডাবল সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন শুভমানও।
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডাবল সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেহবাগ। এই তালিকায় আছেন সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ২০০ করেন ইশান কিষাণ। এবার সেই দলে যোগ দিলেন শুভমানও।