২৩ শেষ করে ২৪-এ পা রেখেছে দুনিয়া। নতুন বছর শুরু হওয়ার আগে কিছু রেজোলিউশন নিয়েছিলেন শুভমান গিল। বছরের শেষ দিন সেই রেজোলিউশন শেয়ার করলেন ভারতীয় ক্রিকেট তারকা।
হাতে লেখা নোটে শুভমান লেখেন, "ভারতের হয়ে সর্বাধিক সেঞ্চুরি। পরিবারকে ভাল রাখা। নিজের সেরাটা দেওয়া। ভারতের হয়ে বিশ্বকাপ জয়। আইপিএলে অরেঞ্জ ক্যাপ।" বিশ্বকাপ না জিততে পারলেও আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন গিল। এই বছর বিশ্বকাপের সময় ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন তিনি।
শুভমান গিল লেখেন, এক বছর আগে ২০২৩ শেষ হওয়ার আগে এগুলো চেয়েছিলাম। অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেকটাই শিখেছি। বছরের শেষে পরিকল্পনা করে কিছু হয়নি। তবে গর্বিত, যে লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পেরেছি। নিজের সবটুকু দিয়েছি। ২৪-এ লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছতে পারব।"