ডাবল সেঞ্চুরি অধরাই থেকে গেল বাংলার ক্রিকেটার সুদীপ ঘরামির। ১৮৬ রানে আউট হয়ে ফিরলেন তিনি। রঞ্জির কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ৫৭৭। সেঞ্চুরি পেলেন অনুষ্টুপ মজুমদার।
দ্বিতীয় দিন সুদীপ আউট হলেও ৬৮ রান করেন অভিষেক পোড়েল। হাফসেঞ্চুরি করে ক্রিজে আছেন মনোজ তিওয়ারি। সঙ্গে আছেন শাহবাজ আহমেদ। সোমবার ডাবল সেঞ্চুরির লক্ষ্যে ব্যাট করতে নামেন সুদীপ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম দিনই শতরান করেন তিনি। রাহুল শুক্লার ডেলিভারিতে ফিরতে হয় তাঁকে। কিন্তু আউট নিয়ে তেমন খুশি ছিলেন না সুদীপ।
আরও পড়ুন: ঘরের মাঠে আর নেই বায়ো বাবেল, বোর্ডের সিদ্ধান্তে খুশি ঋষভ
রঞ্জির কোয়ার্টার ফাইনালে সোমবার টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ঝাড়খণ্ড। সোমবার ভালই শুরু করেন অধিনায়ক অভিমূন্য ঈশ্বরন ও অভিষেক রামন। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ২৬৭ রান জোড়ে টিম বাংলা। ঝড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেও অনেকটাই এগিয়ে বাংলা।