এতদিন লড়াই ছিল। কিন্তু এতটাও প্রবলভাবে দানা বাধেনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ভয় । এবার যেন T20 বিশ্বকাপের আসল যুদ্ধের উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রবিবার T20 বিশ্বকাপে তিনটি ম্যাচ। আর তিনটি ম্যাচের জেতা-হারার উপরেই ভাগ্য নির্ধারণ হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। ইতিমধ্যেই সেমিফাইনাল পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।
রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এই ম্যাচে জিতলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা । দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই ম্যাচে জয়ী টিমের কাছেও সেমিফাইনালের ওঠার সুযোগ থাকছে। তবে অপেক্ষা করতে হবে ভারত-জিম্বাবোয়ে ম্যাচের দিকে। পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। জিম্বাবোয়েকে হারালে ভারতও সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে।
আরও পড়ুন: ম্যাচ জিততে গেলে ওপেনারদের রান করতে হবে, টিম ইন্ডিয়াকে কড়া বার্তা রজার বিনির
কিন্তু রবিবার অঘটন ঘটলে সুযোগ থাকবে পাকিস্তান ও বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডের বিরুদ্ধে হারে, তবে সমীকরণ বদলাবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুজনেই হারলে হিসেব পাল্টে যাবে। ভারতকে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের উপর নির্ভর করতে হবে। পাকিস্তানকে বাংলাদেশ হারালে তবেই সেমিফাইনালে উঠবে ভারত। পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে হারালেই হবে না। দক্ষিণ আফ্রিকা বা ভারতকেও হারতে হবে।