খুব বেশিদিন হয়নি দেশের জার্সি গায়ে গলিয়েছেন তিনি। কিন্তু এর মধ্যেই দেশের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। এবার রিঙ্কুর প্রশংসায় মজলেন সুনীল গাভাসকর এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জাক কালিস।
সুনীল গাভাসকরের কথায়, রিঙ্কুর মধ্যে প্রতিভা রয়েছে ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন তিনি। অনেকেই মনে করেন রিঙ্কুই পরের যুবরাজ। যুবরাজ যা করেছেন রিঙ্কু কিছুটা করতে পারলেও অনেক বড় সাফল্য।
আরও পড়ুন - শ্রীসন্থের বিতর্কিত কমেন্ট নিয়ে প্রশ্ন, কী বললেন গৌতম গম্ভীর
অন্যদিকে, জাক কালিসের কথায়, দেশের জার্সি গায়ে তুলতে না তুলতেই ও দেশের জন্য যাস করেছে তা অসাধারণ। যেটা ধোনি করতেন রিঙ্কু সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।