সম্প্রতি শেষ হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট ম্যাচের সিরিজ। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল টেস্টের ইতিহাসে সবথেকে ছোটো ম্যাচ। এরপরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কেপটাউনের নিউজিল্যান্ডের পিচ। তবে রোহিত শর্মা জানিয়ে দেন, পিচ নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। কিন্তু অন্যদিকে দক্ষিণ আফ্রিকার স্কিপার শাউন পোলোক মন্তব্য করেন, কিউরেটর সঠিকভাবে পিচ তৈরি করতে পারেননি।
এর পরেই সংবাদপত্র মিড-ডে প্রকাশিত একটি কলামে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভস্কর লেখেন, সবসময় পিচ কিউরেটরদের উপর দোষ দেওয়া হয়। আগেতেও আম্পায়ারদের ক্ষেত্রেই একইভাবে অভিযোগ তোলা হত।
আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে হায়দ্রাবাদ পৌঁছবে ইংল্যান্ড ক্রিকেট টিম। সেই প্রসঙ্গে সুনীল গাভাস্কার বলেন, আর কিছুদিনের মধ্যে ফের একটি টেস্ট সিরিজ শুরু হবে। সেক্ষেত্রে যখনই কোনও বিষয় স্বার্থের বিরুদ্ধে যাবে তখনই সমালোচনা শুরু হবে।
'কঠোর পরিশ্রমের পর স্বপ্নপূরণ হল', অর্জুন পুরস্কার পেয়ে জানালেন মহম্মদ শামি