ফিটনেস দিয়ে শুধু ক্রিকেট হয় না। ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য বোর্ডের ফিটনেস নির্দেশের এবার তীব্র বিরোধিতা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। নিজের কলামে গাভাসকর লিখেছেন, ফিটনেস ক্রিকেটের একটা অঙ্গ। কিন্তু সবার আলাদা আলাদা ভাবে ফিটনেস তৈরি হয়। সানির দাবি, একজন ব্যাটার এবং বোলারের ফিটনেসের পার্থক্য থাকে। আবার একজন উইকেট কিপারের ফিটনেস বাকিদের থেকেও বেশি হয়। সম্প্রতি ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য বোর্ডের নির্দেশ, ভারতীয় দলে খেলতে হলে ইয়ো-ইয়ো এবং ডেক্সা টেস্ট বাধ্যতামূলক।
অতি সম্প্রতি দেশের তরুণ ক্রিকেটারদের প্রতি ফিটনেস নিয়ে নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে বাধ্যতামূলক ইয়ো-ইয়ো এবং ডেক্সা টেস্ট। গাভাসকরের মতে, তাঁদের সময়ও ফিটনেসে গুরুত্ব দেওয়া হত। কিন্তু সেটাই শেষ কথা ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ফিটনেসকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়, বলেই মনে করেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।
ঘরের মাঠে এবার বিশ্বকাপ। গুয়াহাটি থেকে শুরু তার প্রস্তুতি। গাভাসকরের পরামর্শ, ২০১১ সালের পর ঘরের মাঠে বিশ্বকাপ জিততে হলে প্রয়োজন ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া। সেখানে ফিটনেস একটা অঙ্গ হতে পারে। সানির মতে, হাতে যে টুকু সময় আছে, তার মধ্যেই টিম ইন্ডিয়াকে তৈরি হতে হবে। কারণ, টি-টোয়েন্টি থেকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা বলেই মনে করেন গাভাসকর।