মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে আনা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর।
স্টার স্পোর্টসের একটি শো-তে তিনি জানিয়েছেন, "ফ্র্যাঞ্চাইজিগুলি সব সময়ই ভবিষ্যতের কথা ভাবে। রোহিত শর্মার এখন ৩৬ বছর বয়স। ভারত অধিনায়ক হিসেবে অনেক চাপ নিতে হয়। সেই চাপ কিছুটা কমানোর জন্যই তরুণ ক্রিকেটার হার্দিককে এই দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।"
গাভাসকরকের মতে, "অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে পেয়ে লাভ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত ম্যাচ নিয়ে নিজের ভাবনা হার্দিকের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। হার্দিক থাকলে ব্যাটিং অর্ডারেও শেষদিকে ২০০-এর বেশি রান তুলে নিতে সুবিধা হবে। "