আইপিএলের মরশুমে দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনিকে খুঁজে পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। যদিও তিনি মাহির মতো উইকেটকিপার নন। তিনি অলরাউন্ডার। আইপিএলের মরশুমে তিনি চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে দলকে এগিয়ে নিয়ে যান।
কার মধ্যে দ্বিতীয় ধোনিকে খুঁজে পেলেন গাভাসকর?
আসলে দ্বিতীয় ধোনি হিসেবে তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যর কথা বলেছেন গাভাসকর। কারণ হার্দিক ধোনির মতোই ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করেন। তিনি নিজের ব্যক্তিত্ব কখনই দলের উপর চাপিয়ে দেন না। এছাড়াও হার্দিকের আগ্রাসী মনোভাব পছন্দ হয়েছে গাভাসকরের।