শুভমন গিল কি আউট ছিলেন ? ওভালে চর্তুথ দিন থেকে যে প্রশ্নকে ঘিরে নানা জটিলতা, তা অব্যাহত পঞ্চম দিনের সকালেই। এরমধ্যে নিজের আউট হওয়ার ছবি পোস্ট করে ভস্মে ঘি ঢেলেছেন শুভমন নিজেই। আর সেই ক্যাচ যিনি ধরেছিলেন, সেই ক্যামরন গ্রিন জানালেন, অস্ট্রেলিয়া জানে একজন ভারতীয় ক্রিকেট ভক্তের কাছে শুভমন গিলের অর্থ কতটা। তাই মনে হয়, এই ব্যাপারে আলোচনা না করে, এগিয়ে যাওয়াই ভাল। যদিও তৃতীয় আম্পায়রের সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারছেন না প্রাক্তনরা। সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী সবার মনে প্রশ্ন শুভমন কি আউট ছিলেন ?
স্কট বোলান্ডের বলে শুভমনের ক্যাচ ধরেন ক্যামরন গ্রিন। কিন্তু সেই ক্যাচ গ্রিনের হাতে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল কীনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়রের কাছে। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট, গ্রিনের হাতে ওঠার আগে মাটি ছুঁয়েছিল বল। তারপরেও তৃতীয় আম্পায়র শুভমনকে আউট দেন। ভারতের তখন স্কোর ছিল বিনা উইকেটে ৪১ রান।