পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের। গুজরাত টিমে কিছুটা পরিবর্তন হয়েছে। টিমে বিজয় শঙ্করের পরিবর্তে এসেছেন দাসুন শনাকা। এই ম্যাচে আইপিএলে অভিষেক করবেন তিনি।
এদিন ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে মাঠে নেমেছে গুজরাত টাইটান্স। ক্যানসার বিরোধী প্রচারে এই জার্সি বেছে নিয়েছে গুজরাত। পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা পাকা। প্লে-অফে ওঠার রাস্তাও নিশ্চিত। এদিকে এই ম্যাচে জিতে নিজেদের আত্মবিশ্বাস মজবুত করতে চায় সানরাইজার্স। প্লে-অফে ওঠার আশা তলানিতে। তবুও লড়াই ছাড়়তে চান না ভুবিরা।