কাঁটে কা টক্কর। কেকেআরের (KKR) বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) ও এডেন মারক্রমের (Aiden Markram)। ৭ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad)। ১৭ ওভার ৫ বলেই খেলা শেষ করে ফেলল উইলিয়ামসন ব্রিগেড। এ নিয়ে টানা ২ ম্যাচে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ।
এদিন টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের বোলার নটরাজন ও উমরান মালিকের বোলিং আক্রমণের সামনে বেশ জবুথবু দেখায় কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে। নীতীশ রানার (Neetish Rana) ২৬ বলে ৫৪ রান ও আন্দ্রে রাসেলের (Andrey Russel) ২৫ বলে ৪৯ রানের ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তোলে কলকাতা। ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করে টিম।
বড় রানের চাপ নিয়ে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারায় হায়দরাবাদ। কিন্তু ঝোড়ো ইনিংস আসে রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে। ২১ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ৩৭ বলে ৭১ রান করে ফেরেন রাহুল। ২৬ বলে ৬৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়ে ফেরেন এডেন মারক্রম।
আরও পড়ুন: শনিবার ওয়াংখেড়েতে মুখোমুখি দিল্লি ও আরসিবি, ম্যাচের আগে ফেভারিট পৃথ্বী শ'র দল
এদিন কেকেআরের হয়ে প্রথম ম্যাচে নেমে মাত্র ৭ রানে ফেরেন অ্যারন ফিঞ্চ। অন্য ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ফেরেন ৬ রানে। তিনে নেমে ২৫ বলে ২৮ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিন চারে নামেন সুনীল নারিন। কিন্তু তিনিও সেভাবে দাঁড়াতে পারেননি উইকেটে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন নটরাজন। দুটি উইকেট তুলে নেন উমরান মালিক।