কলকাতা সামনে পড়তেই আইপিএলে বদলে গেল সূর্যের তেজ। এতদিন এই টুর্নামেন্টে রান পাচ্ছিলেন না মুম্বইয়ের এই ক্রিকেটার। কিন্তু পুরনো দলের বিরুদ্ধেই রানে ফিরলেন সূর্য কুমার যাদব। তাই ম্যাচ শেষে সূর্য জানিয়েছেন, কলকাতার বিরুদ্ধে তাঁর মাথার উপরে অনেক দায়িত্ব ছিল। এক রোহিতের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়া। আর দুই তাঁর নিজের রানে ফেরা। ২৫ বলে ৪৩ রান করে টুর্নামেন্টে রানে ফেরার ইঙ্গিত দিলেন সূর্য কুমারের ব্যাট।
একসময় কেকেআর থেকেই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন সূর্য। একটা সময় পর্যন্ত তিনি ছিলেন গৌতম গম্ভীরের দলের অন্যতম ম্যাচ উইনার। সময় বদলের সঙ্গে নিজের মুম্বইয়ে ফিরে আসেন এই ভারতীয় ক্রিকেটার। নেটে একটা সময় তাঁকে সময় দেন স্বয়ং সচিনও। সূর্যও স্বীকার করেছেন, মাস্টারের হাতে বদলে গিয়েছে তাঁর ব্যাটিং দর্শন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রান পাননি। সেই ব্যর্থতা চলছিল আইপিএলে। রবিবার সেই খরা কাটল বলেই মনে করছেন সূর্য কুমার যাদব। পুরনো দল কেকেআরে বিরুদ্ধেই রানে ফিরল তাঁর ব্যাট। এবার সামনে লম্বা টুর্নামেন্ট।