রাজকোটে (Rajkot) ফের তাণ্ডব সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেন সূর্য। ১১২ রান করে অপরাজিত ছিলেন। ৭টি চার ও ৯টি ছয় ছিল তাঁর ইনিংসে। প্রথম ইনিংসে ২২৮ রান তোলে টিম ইন্ডিয়া (Team India)।
ব়্যাঙ্কিংয়ের দিক থেকে T20 ক্রিকেটে এই মুহূর্তে এক নম্বর ব্যাটসম্য়ান তিনি। T20 ক্রিকেটে তিনটি সেঞ্চুরিও করে ফেললে এদিন। চারটি সেঞ্চুরি করে শীর্ষে আছেন একমাত্র রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে T20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি আছে ৫টি। তার মধ্যে তিনটিই এসেছে সূর্যের ব্যাট থেকে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ৫ সদস্যের নির্বাচক কমিটির নাম ঘোষণা, প্রধান দায়িত্বে চেতন শর্মা
এখনও পর্যন্ত দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষে রোহিত শর্মাই। ৩৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ৪৫ বলে সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। তিন নম্বর কে এল রাহুল। ৪৬ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ৪৮ ও ৪৯ বলে সেঞ্চুরির নজিরও সূর্যকুমার যাদবের।