সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই দল সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু দল ঘোষণার। বিশ্বকাপের দলে অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সহ-অধিনায়ক কে? শোনা যাচ্ছে এই দৌড়ে নাকি হার্দিক পান্ডিয়াকে টপকে সামনে আসছে ঋষভ পন্থের নাম।
আইপিএলের শুরুতে জল্পনা শুরু হয়েছিল পন্থকে নিয়ে। তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ফলে মনে করা হচ্ছিল পন্থ নয়, হার্দিককেই সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে। কিন্তু আইপিএলের শুরু থেকেই ছন্দ হারিয়েছেন হার্দিক। বরং আইপিএলের ঋষভ পন্তের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে।
আরও পড়ুন - ইডেনে প্রতিপক্ষ দিল্লি, একাদশে থাকবেন স্টার্ক?
ফলে মনে করা হচ্ছে, হার্দিক পান্ডিয়া নন। জাতীয় নির্বাচকেরা পন্থ ভারতের সহ-অধিনায়ক হিসেবে পুনরায় নিযুক্ত করবেন। তবে, শেষ পর্যন্ত কী হবে তা জানা যাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরেই।