টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। মোট ১৫ জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে, রিজার্ভ রাখা হয়েছে দু'জনকে। বিশ্বকাপ দলের অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকেই। আর গুরুত্ব দেওয়া হয়েছে আইপিএলে খেলছেন এমন প্লেয়ারদের।
এক নজরে দেখে নেওয়া যাক দলে কে কে রয়েছেন?
অধিনায়ক করা হয়েছে আইডেন মার্করামকে। এছাড়া দলে রয়েছেন কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজে, জোর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, মার্কো জানসেন, এনরিখ নখিয়া, কাগিসো রাদাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্তান স্টাবস। অতিরিক্ত রাখা হয়েছে নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডিকে।
আরও পড়ুন - পন্থের দুর্ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল, অভিজ্ঞতা শেয়ার করলেন শাহরুখ