আগামী বছর মার্কিন মুলুকে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপেও একই গ্রুপে থাকতে পারে ভারত-পাকিস্তান। বছর খানেক আগে থেকেই এই জল্পনা উসকে দিলেন মার্কিন ক্রিকেটের কর্তা অতুল রাই। তিনি জানিয়েছেন, সূচি তৈরির সময় আইসিসি-র কাছে তিনি এই অনুরোধ রাখবেন। অতুলের মতে, বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত একটাই আকর্ষণ ভারত-পাক ক্রিকেট। আর তা কোন ভাবে তারা হাতছাড়া করতে চান না। আগামী বছর আমেরিকার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ।
গত বছর প্রথমে দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ ও পরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে খেলেছে ভারত ও পাকিস্তান। এই বছরও বিরাট-বাবরদের তিনটি টুর্নামেন্টে দেখা হতে পারে। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাঠে হবে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তান। যদিও পাক মাটিতে এই টুর্নামেন্ট ভারত খেলবে কীনা, তা এখনও প্রশ্নের মুখে।
এশিয়া কাপ হয়ে গেলে ভারতের মাটিতে বিশ্বকাপ। সূচি তৈরি না হলে, আইসিসি এই দুই দেশকে একই গ্রুপে রেখে ঘুঁটি সাজাবে, তা বলাই বাহুল্য। কিন্তু এশিয়া কাপে ভারত না খেললে, বিশ্বকাপে পাকিস্তান খেলতে আসবে কীনা, ,তা নিয়েও প্রশ্ন থাকছে। এই পরিস্থিতিতে মার্কিন মুলুকে ভারত-পাক ক্রিকেট নিয়ে অতুল রাইয়ের এই দাবিকে একটু আগ বাড়িয়েই মনে করছেন বিশেষজ্ঞরা।