ইডেনে নায়ক যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন। তাঁর ব্যাট থেকে এল ৪৭ বলে ৯৮ রানের ইনিংস। তাঁর ব্যাটের সামনে নতজানু ইডেনের গ্যালারি। ৪১ বল আগেই ৯ উইকেট হার কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচে হারের পর প্লে-অফের স্বপ্নও শেষ হয়ে গেল রিঙ্কুদের।
এই মরশুমে আর দুটি ম্যাচ বাকি কেকেআরের (Kolkata Knight Riders)। এত বড় হারে নেট রান রেটে অনেকটাই ধাক্কা নাইট শিবিরে। আগামী দুটি ম্যাচে জিতলেও প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব।
আরও পড়ুন: কোন পথে প্লে-অফে উঠতে পারে নাইট ব্রিগেড, জিতলেই হবে না, থাকছে একাধিক সমীকরণও
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ২০ ওভারে মাত্র ১৪৯ রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন যশস্বী। জস বাটলার ০ রানে আউট হলেও দাঁড়িয়ে যান সঞ্জু স্যামসন। ২৯ বলে ৪৮ রান করেন তিনি।