শুক্রবার ধর্মশালায় হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। পিঠের চোটের জন্য ম্যাচটিতে খেলছেন না রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে নেই অ্যাডাম জাম্পাও। এই ম্যাচে আগের ম্যাচের দলই অপরিবর্তিত রাখছে পাঞ্জাব কিংস।
উল্লেখ্য, রোহিত শর্মাদের প্লে-অফে নির্ভর করতে ধর্মশালায় রাজস্থান বনাম পঞ্জাব ম্যাচের উপরেই। এই ম্যাচে খেলতে নামার আগে রাজস্থান ও পঞ্জাবের পয়েন্ট ১২। যে জিতবে, তার ১৪ পয়েন্ট হবে। এবং সেইসঙ্গে ছুঁয়ে ফেলবে মুম্বইকে। কারণ, আরসিবি-র জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে এসেছে মুম্বই। তাদের নেট রান রেট কম থাকায় এই ধাক্কা খেয়েছে মুম্বই। আর হায়দরাবাদকতে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে আরসিবি।