শেষ ওভারে বাকি ছিল ৩৩ রান। বল করতে এসেছিলেন ইশান্ত শর্মা। প্রথম বল ডট হলেও দ্বিতীয় বলে ৬। তৃতীয় বলে ৪। এরপর নো বলে ছয়। ফ্রি-হিটের বল শট মিস করতেই খেলা ঘুরে গেল। নিজের সেঞ্চুরিও পূরণ করতে পারলেন না। ৯৪ রান করে শেষ বলে আউটও হয়ে গেলেন পঞ্জাবের ট্র্যাজিক নায়ক লিয়াম লিভিংস্টোন।
দিল্লি ও সানরাইজার্স আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পঞ্জাবের হারে সুবিধা পেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার সানরাইজার্স আরসিবিকে হারালে খোলা মনে শনিবার ইডেনে নামতে পারবেন রিঙ্কুরা।
ধর্মশালায় এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। মরশুমের শেষ দিকে এসে জ্বলে ওঠে দিল্লি। ২১৩ রান তোলে তাঁরা। রান তাড়া করতে নেমে হাফসেঞ্চুরি করেন অথর্ব তাইডে। ৪৮ বলে ৯৪ রান করেন লিভিংস্টোন। ৮ উইকেটে ১৯৮ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস।