এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে কলোম্বো (Colombo) পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। টিমের সঙ্গে নেই কেল এল রাহুল। এখনও মাঠে নামার মতো ফিট নন রাহুল। ৪ সেপ্টেম্বরের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। এমনটাই আগেই জানিয়ে দেন রাহুল দ্রাবিড়। বুধবার দুপুরেই বেঙ্গালুরুর এনসিএ থেকে কলোম্বো পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের গ্রুপ-এ-তে ভারতের সঙ্গে আঠে পাকিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর কলোম্বোতে ফাইনাল হবে।
আরও পড়ুন: এশিয়া কাপে খেলবেন না লিটন, মাঠে নামছেন কে?