কোভিডে আক্রান্ত হওয়ায় টিমের সঙ্গে আসতে পারেননি। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এশিয়া কাপে দ্রাবিড় না থাকায় রোহিতদের কোচের দায়িত্ব নেন ভিভিএস লক্ষ্মণ। পাকিস্তান ম্যাচের পর সম্ভবত আরব আমিরশাহি থেকে ফিরে আসবেন অস্থায়ী কোচ লক্ষ্মণ।
শনিবারই দুবাইয়ে আসেন রাহুল দ্রাবিড়। কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার ছাড়পত্র পান তিনি।। ভারত-পাকিস্তান ম্যাচের আগেই স্বস্তি। অবশেষে কোভিড-মুক্ত হয়ে টিমের সঙ্গে যোগ দিলেন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপে মেগা লড়াই, হারের ক্ষত ভুলে নতুন চ্যালেঞ্জ, পাকিস্তানকে হারাতে তৈরি টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দুবাইয়ে আসার আগেই কোভিড ধরা পড়ে দ্রাবিড়ের। তখনই এশিয়া কাপের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণকে। বোর্ডের মেডিকেল টিম দ্রাবিড়ের পরীক্ষা করার পর জানায়, সামান্য উপসর্গ আছে। পাকিস্তান ম্যাচের আগে মাঠের বাইরে থাকবেন। মন থেকে মানতেও পারছিলেন না রাহুল দ্রাবিড়। অবশেষে টিমের সঙ্গে যোগ দিলেন তিনি।