অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে হয়রানি পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। খারাপ খাবারের পর এবার হোটেল থেকে মাঠের দূরত্ব। তার জেরে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ম্য়াচের আগে অনুশীলন বয়কট করল টিম ইন্ডিয়া। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের দাবি, হোটেল থেকে তাঁদের মাঠের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। এতটা পথ পেরিয়ে অনুশীলন করতে যাওয়া সম্ভব নয়। এর আগে, মঙ্গলবার সিডনিতে অনুশীলনের পর যে খাবার ভারতীয়দের জন্য বরাদ্দ করা হয়েছিল, তা-ও খাওয়ার অযোগ্য বলেও অভিযোগ। এখনও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া নেই আইসিসি-র। এমনকী আয়োজক হিসাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়াও।
বিতর্ক শুরু হয় মঙ্গলবার থেকে। অনুশীলনের পর লাঞ্চ করতে গিয়ে মাথায় হাত পড়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। ঝাল মাংসের পাশাপাশি, তাদের জন্য রাখা হয়েছিল শুকনো খাবার। এমনকী খাবার বানিয়ে নিতে হবে বলেও বোর্ডে লেখা হয়। টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
কার্যত একরাশ বিরক্তি নিয়েই হোটেলে ফিরেছিলেন রোহিত শর্মারা। টিম হোটেলেও তাঁদের জন্য অপেক্ষা করছিল অব্যবস্থা। সর্বপরি মাঠ থেকে টিম হোটেলের দূরত্বের জেরে নেদারল্যান্ডস ম্য়াচের আগে অনুশীলনই করল না ভারতীয় দল।