দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্ট বাড়িয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আরও পয়েন্ট পেয়েছেন বিরাট কোহলীরা। কিন্তু তাতে তালিকায় ভারতের অবস্থানে পরিবর্তন হয়নি। পয়েন্টের শতাংশ একটু বাড়লেও চার নম্বরেই রয়েছে তারা। এর নেপথ্যে রয়েছে আইসিসির (ICC) নতুন নিয়ম।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নতুন তালিকায় পয়েন্ট সব থেকে বেশি ভারতেরই। এখনও পর্যন্ত ৫৪ পয়েন্ট পেয়েছে টিম ইন্ডিয়া। অন্য দিকে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৬। শ্রীলঙ্কা ২৪, পাকিস্তান ৩৬ এবং ওয়েস্ট ইন্ডিজ ১২ পয়েন্ট পেয়েছে। কিন্তু শতাংশের নিরিখে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের জয়ের শতাংশ ১০০। শ্রীলঙ্কারও জয়ের শতাংশ ১০০। তার পরেই পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫.০০। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের জয়ের শতাংশ যথাক্রমে ৬৪.২৮ ও ২৫.০০।
Anushka Sharma: সেঞ্চুরিয়নে জয়ের পরই বিরাটের ছবি শেয়ার অনুষ্কার, কী লিখলেন?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর প্রথমে মোট পয়েন্টের হিসেবে ক্রমতালিকা হত। কিন্তু সব দেশ সম সংখ্যক সিরিজ না খেলায় শতাংশের নিরিখে ক্রমতালিকা তৈরি করা শুরু করেছে আইসিসি। সেই তালিকা অনুযায়ী ঠিক হয় কারা খেলবে ফাইনাল।