ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের তৃতীয় দিনে বেন স্টোকসদের দ্রুত গুটিয়ে দেওয়াই এখন টার্গেট টিম ইন্ডিয়ার। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে শামি-বুমরা-সিরাজের দাপটে ছন্নছাড়া ইংরেজরা। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে তাঁরা। এরমধ্য়ে জো রুটকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাকে সবচেয়ে বড় স্বস্তি দিয়েছেন মহম্মদ সিরাজ।
ব্য়াট হাতে ঝড় তোলার পর দ্বিতীয় দিনে বল হাতেও ইংলিশ ব্যাটারদের নাস্তানাবুদ করেন ভারত অধিনায়ক বুমরা। একাই তিনটি উইকেট নিয়ে প্রথমে ইংল্যান্ডকে ব্য়াকফুটে ঠেলে দেন। সেই মঞ্চেই সিরাজ এবং শামি একটি করে উইকেট নিয়ে কার্যক কোমায় পাঠিয়ে দেন বেন স্টোকস অ্যান্ড কোম্পানিকে।
ভারতের ৪১৬ রান তাড়া করতে নেমে এখনও ৩০০ রানের বেশি পিছিয়ে ইংল্যান্ড। রবিবার তৃতীয় দিনে ভারতের টার্গেট দ্রুত ইংল্যান্ড ইনিংস শেষ করা। এবং বোর্ডে আরও ২৫০ থেকে ২৭০ রানের টার্গেট চাপিয়ে দেওয়া। কারণ, বিরাট কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনের শেষেই দেখা যাচ্ছে এজবাস্টন থেকে সিরিজ ৩-১ করছে টিম ইন্ডিয়া।