তিন রানের জন্য অধিনায়কের শতরান হাতছাড়া। আর সেই তিন রানে জিতেই ক্য়ারিবিয়ান সফর শুরু ভারতের। ত্রিনিদাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্য়াট করে ৭ উইকেটে ৩০৮ রান করেছিল ভারত। শুভমন গিলকে নিয়ে নতুন জুটিতে ওপেন করতে নেমে শতরানের পার্টনারশিপ দেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৬৪ রানে আউট হন গিল। এরপর শ্রেয়স আয়ারের সঙ্গে আরও ৯৩ রান পার্টনারশিপের পর আউট হন ভারত অধিনায়ক। ৯৯ বলে ৯৭ রান করে আউট হন তিনি।
একাধিক সিনিয়র ক্রিকেটার নেই। তাই এই ওয়েস্ট ইন্ডিজ সফর রাহুল দ্রাবিড়ের নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে একটা বিরাট সুযোগ। তবুও বোর্ডে ৩০৮ রান তুলেও স্বস্তিতে ছিল না ভারত। কারণ, টি-টোয়েন্টির যুগে ওয়েস্ট ইন্ডিজ প্রায় এই রান তাড়া করে ফেলেছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে উজ্জ্বল মায়ার্সে ৭৫ রান।
শেষ ওভারে ১২ রান দেন মহম্মদ সিরাজ। তারপরেও রক্ষে তিন রানে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ম্যাচে দুটি করে উইকেট সিরাজ, শার্দুল ও চাহালের।