এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয়। ২২৮ রানের জয়ের সেলিব্রেশন হল হোটেলে ফিরেই। পুলের মধ্যেই নাচলেন বিরাট, শুভমনরা। একই ম্যাচে কোহলি-রাহুলের জোড়া শতরান। কুলদীপের পাঁচে বিধ্বস্ত একদিনের ক্রিকেটের এক নম্বর পাকিস্তান। তাই হোটেলে ফিরে কেক কাটার পাশাপাশি চলল সেলিব্রেশন।
বৃষ্টির জন্য দু'দুবার পণ্ড হয়েছিল ভারত-পাক ম্যাচ। এই অবস্থায় দলের সকলের খেলাটার খুব দরকার ছিল বলে মনে করছেন রোহিত, সে কারণে ম্যাচ শেষের পরেই সতীর্থদের আগে তিনি ধন্যবাদ জানান কলম্বোর স্টেডিয়াম কর্মীদের। বলেন, তাঁরা যাতে ঠিক মত খেলতে পারেন, তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন মাঠকর্মীরা।
তারপর অবশ্য একে একে সতীর্থদের প্রশংসা করতে ছাড়েননি রোহিত। বিশেষ ভাবে প্রশংসা করেন বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটির।