নিজের জন্মদিনে ভুল জার্সি পরে কলকাতায় এসেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এর জেরে টিম ইন্ডিয়ার হেড কোচ শাস্তি পেতে পারেন কিনা, তা নিয়ে যদিও কিছু জানায়নি বোর্ড।
বিকেল ৩টে ২০ নাগাদ শহরে আসে টিম ইন্ডিয়া (Team India)। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে যখন ওঠেন, তখনই গায়ে একটা জ্যাকেট ছিল দ্রাবিড়ের। সেই জ্যাকেটে ছিল এমপিএল সংস্থার লোগো।
আরও পড়ুন: ইডেনে রাহুলের পরিণত ইনিংস, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের
কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে বর্তমানে এমপিএলের কোনও চুক্তি নেই। তাঁর পরিবর্তে বর্তমানে 'কিলার জিন্স' সংস্থার লোগো থাকে ভারতীয় দলের জার্সিতে। হার্দিকদের জামায় সেই নতুন লোগো দেখা গেলেও পুরনো জার্সি পরেই কলকাতা আসেন দ্রাবিড়। বৃহস্পতিবার দ্রাবিড়ের গায়ে যে জার্সি দেখা গিয়েছে, তা নতুনই।