প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর টিম ইন্ডিয়ার (Team India) পাখির চোখ এখন প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে সিরিজ জয়। ইতিমধ্যেই জোহেনেসবার্গে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ওয়ান্ডার্সে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
বিসিসিআই (BCCI) টুইটারে পোস্ট করেছে অনুশীলনের ভিডিও। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্বে গা ঘামাচ্ছেন কেএল রাহুল (KL Rahul), বিরাট কোহলি (Virat Kohli), শার্দুল ঠাকুররা (Shardul Thakur)।
ভিডিয়োতে বিসিসিআই ক্যাপশন দিয়েছে, 'দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে আমরা জো'বার্গে পৌঁছে গিয়েছি। নতুন দিন, নতুন বছর, নতুন শুরু, লক্ষ্য একই।'