বিশাখাপত্তনমে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। রবিবার তিরুঅনন্তপুরমে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ ম্যাথিউ ওয়েডের অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের ঘরের মাঠে সিরিজ। রবিবারই কামব্যাক করতে চাইছেন ম্যাক্সওয়েলরা।
বিশ্বকাপের পর দলে বিরাট, রোহিত, বুমরা, শামিরা কেউ নেই। অস্ট্রেলিয়া টিমেও নেই প্যাট কামিন্স, ওয়ার্নার, হ্যাজেলউডের মতো তারকারা। গত ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব দুরন্ত পারফরম্যান্স করেছেন। ইশান কিষাণও ছন্দে আছেন। আর সবার নজরে রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপের মধ্যে তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব।
রবিবার একই টিম নিয়ে নামবে ভারত। আর্শদ্বীপ, প্রাসিদ কৃষ্ণা ও মুকেশ কুমারই থাকবেন টিমের পেস আক্রমণে। ওপেনিংয়ে রুতুরাজ ও ইশান কিষাণ। তিনে যশস্বী, চারে সূর্যকুমার ও পাঁচে তিলক ভার্মা ও ছয়ে রিঙ্কু সিং। অলরাউন্ডার হিসেবে টিমে থাকবেন অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং।