২০২৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ঢাকায় পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া।
রবিবার রোহিতের সঙ্গে কে ওপেন করবেন, তা এখনও জানা যায়নি। টিমে আছেন শিখর ধাওয়ান ও কে এল রাহুল। যদি রাহুলের সঙ্গে ধাওয়ান ওপেন করেন, তবে তিনে নম্বরে নামতে হবে অধিনায়ক রোহিতকে। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। বাংলাদেশ সফর থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। টিমে বোলিং বিভাগে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও মহম্মদ সিরাজ। ওয়াশিংটন সুন্দ ও অক্ষর প্যাটেল প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।
T20 বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করেছে বাংলাদেশ। রোহিত জানান, খুব সহজ হবে না লড়াই। তাই সতর্ক টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশেষ করে বাংলাদেশের বোলিং শক্তির দিকে বাড়তি নজর দিচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার সকালে সাড়ে ১১টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।